‘খেলতে হবে বাঘের মতো’, সাকিব

‘খেলতে হবে বাঘের মতো’, সাকিব
স্পোর্টস ডেস্ক :  ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ভিন্ন ধাঁচের টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই মানসিকতা ধরে রেখেছে তারা।ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দেখা গেছে আক্রমণাত্মক মনোভাবের ছাপ।আইরিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে দুই’শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। রেকর্ড রান এসেছে পাওয়ার প্লেতেও। ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাবের প্রতীক হয়ে উঠছেন রনি তালুকদার। এই উদ্বোধনী ব্যাটার প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রান ও দ্বিতীয়টিতে ২৩ বলে করেন ৪৪ রান। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দলের প্রতি অধিনায়ক সাকিব আল হাসানের বার্তা।টিম হোটেলে তিনি বলছিলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়; সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন। ’‘এই জিনিসটাই উনার আলাদা যে দাপুটে চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে আমরা খেলবো, বাঘের মতো খেলবো। আমরা দাপট দেখানোর চেষ্টা করবো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামবো। কখনো ব্যর্থ হতে পারি, আবার দেখা যায় সফল হবো; যদি আমরা এ জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে। ’এটা কি শুধু সাকিব আল হাসানের বার্তা নাকি পুরো দলই চাচ্ছে এমন কিছু? তিনি বলছিলেন, ‘ক্যাপ্টেন-কোচের চিন্তা-ভাবনা একই। ’তার প্রতি দলের বার্তাটা কী এমন প্রশ্নে রনি বলেন, ‘শুরু থেকেই আমার খেলার ধরন এমন ছিল। আমার টিম ম্যানেজম্যান্ট আমাকে খেলার ধরন অনুযায়ী খেলতে দিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বললো বিপিএলের জিনিসটা এখানে করো। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া