মধ্যরাতে ডাকাতের আতঙ্কে নির্ঘুমে কাটিয়েছে দশমিনার মানুষ

মধ্যরাতে ডাকাতের আতঙ্কে নির্ঘুমে কাটিয়েছে দশমিনার মানুষ
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:দশমিনা উপজেলায় মানুষের মাঝে মধ্যরাতে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। নির্ঘুম কাটিয়েছে উপজেলার কয়েক হাজার বাসিন্দারা।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার বহরমপুর, বাশবাড়িয়া, বেতাগী সানকিপুর,রণগোপালদী ও সদর ইউনিয়নে এমন আতঙ্কের ঘটনা ঘটেছে।
সরে জমিনে গিয়ে জানা যায়,প্রথমে উপজেলার বহরমপুর ইউনিয়নের স্থানীয় একটি মসজিদের মাইকে এলাকায় ডাকাত দল পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। এরপরেই ফেসবুকে  একে একে এমন আতঙ্ক ছড়িয়ে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সতর্ক বার্তা ঘোষণা দিলে ওই আতঙ্ক সরিয়ে পড়ে পুরো উপজেলার স্থানীয়দের মাঝে। পরে স্থানীরা লাঠি সোটা নিয়ে যার যার জান মাল নিরাপত্তার জন্য বাসার সামনে সজাগ থাকে ও হাজার হাজার জনতা ডাকাতের আতঙ্কে রাস্তায় নেমে পড়ে।
এর আগে রাত ১১ টায় দিকে পার্শ্ববর্তী উপজেলা বাউফলে এমন ঘটনা ঘটে।
এ বিষয়ে দশমিনা সদর ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য মোঃ অলিউল ইসলাম জানান, রাত ১১ টার হঠাৎ শুনতে পাই বাউফল এলাকায় ঢাকাত ঢুকছে, পরে ১২ টার দিকে আমাদের উপজেলায় বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে ঘোষণায় শুনতে পাই এলাকায় ঢাকাতের আতঙ্ক। দুই ঘন্টা পড় দেখি এ ঘটনা গুজব।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন,প্রকৃতপক্ষে এ ঘটনা সত্য না। বেশ কয়েকটি জায়গায় মাইক দিয়ে ঘোষণা দেওয়ার পরে এধরনের গুজব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। পরে আমরা প্রত্যেকটা জায়গায় পুলিশ পাঠিয়ে যাচাই করেছি আসলে এরকমের কোন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। তাছারা পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়ায় সে ধারাবাহিকতায় আমাদের থানার বিভিন্ন এলাকায় টহল নিয়ন্ত্রণ রেখেছি। জনগণকেও সেভাবে সতর্ক থাকা নির্দেশনা প্রদান করেছি।

Leave a reply

Minimum length: 20 characters ::