মন্ত্রিসভা কমিটির ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ

মন্ত্রিসভা কমিটির ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ

নিউজ ডেস্ক::: এবার ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৯ এপ্রিল ছুটি ঘোষণার সুপারিশ করার কথা জানানো হয়।

পরে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘আগামী ৯ এপ্রিল অফিস খোলা। এটা বন্ধ রাখা যায় কিনা, প্রয়োজনে তার আগের শনিবারে আমরা অফিস করাতে পারি কিনা সেটা আমাদের একটি সাজেশন। এটা কেবিনেটে যাবে।’

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি। এরপর ১৩ ও ১৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ৯ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে টানা ৬ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আরও জানান, গার্মেন্টস শ্রমিকদের বেতন যথাসময়ে দেওয়া হবে। সোমবার গার্মেন্টস মালিকদের সাথে বৈঠক আছে বলেও জানান তিনি।

এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান আ ক ম মোজাম্মেল হক।

Leave a reply

Minimum length: 20 characters ::