রাতারাতি উধাও ১৪টি কবরের কঙ্কাল

রাতারাতি উধাও ১৪টি কবরের কঙ্কাল
জুয়েল রানা (জেলা প্রতিনিধি, পাবনা): পাবনা জেলার আমিনপুর থানাধীন খাস আমিনপুর গ্রামের খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের ১৪টি কবরের মরদেহের কঙ্কাল উধাও। ভোরে কবর জিয়ারত করতে আসা ও কবর স্থানটি খাস আমিনপুর নতুন বাজার সংলগ্ন হওয়ায় বাজারে আসা স্থানীয়রা ঘটনাটি লক্ষ্য করেন। ঘটনাটি জানাজানি হওয়ায় ভীড় জমতে থাকে কবর স্থানটিতে। করবস্থানটির সভাপতি জনাব মো. বাবুল উদ্দিন মন্ডলের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গভীর রাতে এঘটনাটি ঘটেছে। ঘটনাটি কোন উদ্দেশ্যে ঘটেছে আর কারা ঘটিয়েছে এ বিষয়ে আমাদের সম্পূর্ণ অজানা। প্রশাসনকে জানানোর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো জানানো হয়নি। তবে খুব শীঘ্রই জানাবো। পরে আমিনপুর থানায় সকাল ৯.০০টায় যোগাযোগ করলে ডিউটি অফিসার এসআই রকিবুল আলী জানান স্থানীয় জনপ্রতিনিধি জাতসাখিনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বর মো. কালাম মন্ডল বিষয়টি অবগত করেছেন। কিছুক্ষণ পরে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর- রশিদ কিছু সংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটানাস্থল পরিদর্শন করেন। কবরস্থানের বাঁশ ঝোপের আড়ালে থাকা কবরস্থান থেকে দুর্বৃত্তদের দুটি ফুলপ্যান্ট, দুটি হাফ প্যান্ট, দুটি টাউজার, দুটি গামছা, দুটি বোতল, একটি ম্যাচলাইট ও একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করেন। তবে দুর্বৃত্তদের সনাক্ত করা সম্ভব হয়নি। অফিসার ইনচার্জ কবরস্থানটির পরিচালনা কমিটি ডেকে প্রাথমিক পর্যায়ে কবরগুলো মাটি দিয়ে ভরাট করতে বলেন ও পরবর্তী প্রশাসনিক করণীয় হিসেবে যে সকল পদক্ষেপ আছে সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::