রাত পোহালেই  কলসকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন।

রাত পোহালেই  কলসকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন।
সুরুজ তালুকদার, বাকেরগঞ্জ:::
চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের( ৯ মার্চ শনিবার)  উপনির্বাচন। এরই মধ্যে বৃহস্পতি বার মধ্যরাত  থেকে সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে । বাকেরগঞ্জ নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন  নির্বাচন নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় শুক্রবার থেকে শনিবার  ২৪ ঘণ্টার জন্য  মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে নির্বাচন এলাকায়।এদিকে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ র্্যাব , পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন দুজন নিবার্হী ম্যাজিস্ট্রেট।  উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ সাইফুর রহমান বলেন সকাল আটটার আগেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দুটি ভোট কেন্দ্রে ব্যালোট পেপার পৌঁছে যাবে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার  রাখতে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী স্টাইকিং ফোর্স ও সাদা পোশাকে পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।।দুটি ভোট কেন্দ্রে দুজন ম্যাজিস্ট্রেট সবসময় দায়িত্ব পালন করবেন। গত বছর ১৪ই সেপ্টেম্বর কলসকাঠি  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুদ সিকদার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলে ইসি নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করে আগামী ৯ই মার্চ শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। উপনির্বাচনের অংশগ্রহণ করেন মাসুদ শিকদারের স্ত্রী  সিমা আক্তার তালা  প্রতিক নিয়ে লরছেন। মাসুদ হাওলাদার ফুটবল প্রতিক,  মনির মীর মুরগি প্রতিক নিয়ে  লরছেন,  সিকান্দার গাজী তালা প্রতিকের প্রার্থী সীমা বেগমকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডটির দুটি গ্রামে বিভক্ত তাই এখানে ভোট কেন্দ্র দুটি ক্ষুদ্র কাঠিগ্রাম ও নারঙ্গলগ্রাম,  ক্ষুদ্র কাঠিতে ভোটার ৯৭৭ নারাঙ্গল ১৫২৪ মোট ভোটার সংখ্যা ২৫০১ জন ভোটার ভোট প্রদান করবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::