তৃতীয় দিনের মতো চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

তৃতীয় দিনের মতো চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি
নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে।  সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে তৃতীয় দিনের মতো ফরম বিক্রি শুরু হয়।গত দুদিনে ২ হাজার ২৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।গত দুদিনের মতো সোমবারও হাজার হাজার নেতা-কর্মী ও তাদের সমর্থকদের নিয়ে আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধুর অ্যাভিনিউ এসে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনছেন। অনেকের পক্ষ থেকে তার প্রতিনিধিরা ফরম সংগ্রহ করছেন।গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর এ কার্যক্রম শুরু করা হয়। তৃতীয় দিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে এর আশপাশের এলাকা গুলিস্তান, জিরো পয়েন্ট, সচিবালয় এলাকাজুড়ে চলছে উপচে পড়া ভিড়। সেইসঙ্গে নেতা-কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।ঢাকাসহ সারা দেশের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসছেন। আগ্রহী প্রার্থীদের সঙ্গে জেলা-উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী এসে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমবেত হয়েছেন। আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাদের সঙ্গে দলের হাজার হাজার নেতা-কর্মী দলীয় প্রতীক নৌকা এবং তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে মিছিল নিয়ে আসছেন। এ সময় নেতা-কর্মী ও সমর্থকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে মিছিল-স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন। এসব মিছিলে তাদের সমর্থিত প্রার্থীর ছবি, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ছবি, নৌকার প্রতিকৃতি নিয়ে আসছেন। একের পর এক মিছিল সহকারে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় এসে অবস্থান নিচ্ছেন তারা।আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এসময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার অনলাইনেও মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::