টেকনাফ পৌরসভার ২০ হাজার মানুষকে গণভোজ খাওয়ালেন সাবেক এমপি বদি

টেকনাফ পৌরসভার ২০ হাজার মানুষকে গণভোজ খাওয়ালেন সাবেক এমপি বদি
মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে ৫০ হাজার মানুষকে খাওয়াবেন বলে ঘোষণা দেন সাবেক সাংসদ বদি।
তারই প্রেক্ষিতে আজ ৩০ আগস্ট প্রায় ২০ হাজার মানুষকে খাবার দিলেন।গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ পৌরসভায় সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদির নিজস্ব অর্থায়নে পৌরসভার পুরান পল্লান পাড়া ও দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (৩০ আগস্ট) প্রত্যেক সভা স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কালো ব্যাচ ধারণ করে সকাল খতমে কুরআন, নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে টেকনাফ পৌর সভার দু’টি ওয়ার্ডে প্রায় ২০ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রথম সভা এবং পরে দক্ষিণ জালিয়া পাড়া মাঠে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর ও প্যালেন মেয়র মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান,সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সবেক সহ সভাপতি আবুল মনছুর চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, কাউন্সিলর কোহিনুর আক্তার, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, স্থল বন্দরের ব‍্যবসায়ী ওমর ফারুক সিআইপি, শ্রমিক লীগের সভাপতি শাহাজাহান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মুজিবুর রহমান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান,১ নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ এনামুল হাসান, পৌর ম্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক ছৈয়দ হোসেনসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
দুর্যোগপূর্ণ আবহওয়া ও প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে এমপি বদির এ অবদানের কথা ধারণ করে ভালোবাসায় সিক্ত হয়ে গণভোজে অংশগ্রহণ করলেন, টেকনাফ পৌর সভার সর্বস্তরে মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::