মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রণব কুমার সাহা (মাদারীপুর) প্রতিনিধি):মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । শনিবার(১২ আগস্ট) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম ঢাকা বিভাগে এক লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে মাদারীপুর জেলায় ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদবোধন করেন। এসময় তিনি মাদারীপুর সদর উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোভার স্কাউট ও স্কাউটদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ চারাগাছ হস্তান্তর করেন। পূর্বনির্ধারিত মাদারীপুর ও শরীয়তপুর জেলা পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ মাদারীপুর জেলা পরিদর্শন করেন। উক্ত কর্মসূচির উদ্বোধনকালে তিনি পরিবেশ রক্ষায় ও সুস্থ-সুন্দর জীবনের জন্য বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। এসময় মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো: মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাইনউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::