গণধর্ষণ থেকে বাঁচলেন নববধূ

গণধর্ষণ থেকে বাঁচলেন নববধূ

স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়ি যাওয়ার পথে স্বামীর পরিচিত এক বন্ধু এগিয়ে দেওয়ার সহযোগিতা করে গণধর্ষণ করার জন্য জঙ্গলে নিয়ে যাবারকালে দৌড়ে পালিয়ে বাঁচলেন সদ্য বিবাহিত এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দশধার গ্রামে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বৃহস্পতিবার বারহাট্টা থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কামরুল হাসান (২৪) ও সতরশ্রী এলাকার শাহ আলমকে (২১) গ্রেফতার করে, আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে। তিনি মামলার বরাত দিয়ে জানান, ঠাকুরাকোনা এলাকার ওই গৃহবধূর বিয়ে হয় এক মাস আগে। কিন্তু মনোমালিন্য হওয়ায় স্বামীর সঙ্গে রাগ করে বুধবার সন্ধ্যার পর আনুমানিক রাত ৮টার দিকে বাবার বাড়ি বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে যাওয়ার জন্য বের হন গৃহবধূ। তখন স্বামীর বন্ধু ইজিবাইক চালক কামরুল এগিয়ে দেওয়ার কথা বলে ইজিবাইকে ওঠান। পরে গৃহবধূর নিজ গ্রামের সড়কে না গিয়ে বারহাট্টা দশধার ব্রিজ পার হয়ে যান। তখন ইজিবাইক থামিয়ে মোটরসাইকেলে আসা আরও তিন বন্ধু মিলে ধরে গৃহবধূকে জঙ্গলে নিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূ দৌড়ে পালিয়ে যান। পরে ওই এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

ইজিবাইক চালক গৃহবধূর পেছনে পেছনে ওই বাড়িতে যান। পরে ওই বাড়ির লোকজন তাদের রেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ইজিবাইক চালককে আটক করে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম