সুড়ঙ্গ নিয়ে আপত্তি কেন: শহীদুজ্জামান সেলিম

সুড়ঙ্গ নিয়ে আপত্তি কেন: শহীদুজ্জামান সেলিম

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনায় রয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। বড়পর্দায় আফরান নিশোর অভিষেকের সিনেমাটি দেশের ২২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর যেমন দর্শক প্রশংসা লাভ করেছে, তেমনি আবার এর কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তিও জানিয়েছেন অনেকে। কেউ কেউ প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, সন্তান বা পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো নয় ‘সুড়ঙ্গ’ সিনেমা। আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে ‘সুড়ঙ্গ’তে থাকা আপত্তিকর দৃশ্যগুলো যায় না।দর্শকের মধ্যে কেউ কেউ আবার সেন্সর বোর্ড থেকে এসব দৃশ্য বাদ দেয়া হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এ নিয়ে যখন সবাই কথা বলছেন সেই সময় কথা বললেন বর্ষীয়ান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।এ অভিনেতা মনে করেন—ভারতীয় সিনেমার নায়িকারা যেসব ড্রেস পরে গানের দৃশ্যে অভিনয় করেন সেসব দেখতে পারলে সুড়ঙ্গ নিয়ে এত প্রশ্ন কেন?সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি নিজে দেখেছি সিনেমাটি। যারা সিনেমার আপত্তিকর দৃশ্য নিয়ে কথা বলছেন, তারা বাসায় টেলিভিশন দেখেন না? তারা তো রেসলিং দেখেন। মেয়েদের রেসলিং দেখে থাকেন বলে আমার ধারণা। তারা ওটিটি প্লাটফর্ম দেখেন; নেটফ্লিক্স বা অন্যান্য মাধ্যম দেখে থাকেন।এ অভিনেতা বলেন, তারা ইউটিউবে সিনেমা দেখেন। ভারতীয় সিনেমাগুলোর নায়িকারা যেসব ড্রেস পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে, সেটা দেখতে পারলে এটা নিয়ে কথা বলা অসঙ্গত। তাহলে তাদের সিনেমা দেখার প্রয়োজন নেই বলে মনে করি আমি।‘সুড়ঙ্গ’ সিনেমায় গল্পের প্রয়োজনে কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে উল্লেখ করে শহীদুজ্জামান সেলিম বলেন, এই সিনেমায় যে দৃশ্যটি দেখানো হয়েছে তা প্রয়োজন ছিল। গল্পের কারণে দেখানো হয়েছে। যা পরকীয়া প্রেম। পরকীয়াটি কোন পরিস্থিতিতে হলো এবং সেই সময়ের পরিবেশটা কী, তা একেবারেই চরিত্র ও গল্পের প্রয়োজনে এসেছে। অন্য কোনো কারণে নয়।

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::