কেসিসি নির্বাচন: ৪৪ কেন্দ্রে খালেক ২০৭২৮, আউয়াল ৭৫০৬

কেসিসি নির্বাচন: ৪৪ কেন্দ্রে খালেক ২০৭২৮, আউয়াল ৭৫০৬
নিউজ ডেস্ক 0:  খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল বের হতে শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘোষিত কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছে
ঘোষিত ফলাফল অনুযায়ী, ৪৪ কেন্দ্রে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ২০ হাজার ৭২৮ ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৭ হাজার ৫০৬ ভোট।ভোট গ্রহণ শেষে সোমবার (১২ জুন) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন মো. আলাউদ্দিন । ধারাবাহিকভাবে ২৮৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন তিনি।কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এবারের কেসিসি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ । এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৪২ থেকে ৪৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

Leave a reply

Minimum length: 20 characters ::