রূপগঞ্জের কারখানায় ভাট্টি বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

রূপগঞ্জের কারখানায় ভাট্টি বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শংকর (৪০) নামে এক শ্রমিক নিহত হন।বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ছয়জন।বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন।আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন হয়ত দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি।বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থা খারাপ। সবারই চিকিৎসা চলছে।ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::