বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: হামলার ঘটনায় ফায়ার সার্ভিসের মামলা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: হামলার ঘটনায় ফায়ার সার্ভিসের মামলা
নিউজ ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের  সময় আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে  লালবাগ ডিভিশনের ডিসি মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বাধার পাশাপাশি ফায়ার সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও সদর দপ্তরে হামলার কারণ দেখিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলা অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ফায়ার সার্ভিস সদস্যদের মারধরের পাশাপাশি সদর দপ্তরে হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে। এসব কারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু