প্রকাশ্য শাস্তিতে তালেবানের ‘না’

প্রকাশ্য শাস্তিতে তালেবানের ‘না’
আন্তর্জাতিক ডেস্ক : মরদেহ ক্রেনে ঝুলিয়ে ২৫ সেপ্টেম্বর শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়েছে তালেবান আফগানিস্তানে যেকোনো অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার।পকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আফগানিস্তানের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যেকোনো ধরনের অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়া যাবে না। তবে দেশের সর্বোচ্চ আদালত যদি অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে বলেন, তাহলে সেটা করা যাবে।  জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, কোনো অপরাধীকে দণ্ডিত করার পর তার শাস্তি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এতে করে মানুষ তার অপরাধ সম্পর্কে জানতে পারবে।এর আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ‘বন্দুকযুদ্ধে’ চার অপহরণকারী নিহত হন। ২৫ সেপ্টেম্বর তাদের মরদেহ ক্রেনে ঝুলিয়ে রেখে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তালেবান সদস্যরা। পরে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা হয়।  প্রসঙ্গত, চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা

মাদারীপুরে গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত