কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার 

কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার 

 

 

 

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ব্রাহ্মণকির্তা বাজার এলাকার রাস্তার পাশ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে নবজাতকটি উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

উদ্ধার নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. সাদ্দাম মোল্লা জানান, খবর পেয়ে দুপুরে ব্রাহ্মণকির্তা বাজার এলাকার রাস্তার পাশ রোড থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। রাস্তার পাশে একটি কাপড়ের উপর শুয়ানো অবস্থায় নবজাতকটি রাখা ছিল। পরে কোনো অভিভাবক না পাওয়ায় তাকে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়। আপাতত নবজাতকটি সেখানেই ভর্তি থাকবে। আইন অনুযায়ী তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান  জানান, শিশুটির আপাতত কোনো শারীরিক সমস্যা আমরা দেখছি না। তার ওজনও তিন কেজির উপরে রয়েছে। যেহেতু নবজাতকটির কোনো অভিভাবক নেই এজন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুঁজিবাজারে সূচকের বড় পতন

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ