মাদারীপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা 

মাদারীপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা 
মাদারীপুর প্রতিনিধি : শুক্রবার সকালে সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে । জেলা প্রশাসন ও উপ পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গণে বেগম রোকেয়া দিবস উদযাপন ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ শীর্ষক কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা  অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার)  পিপিএম। মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, সনাক সহ সভাপতি মমতাজ হক, সদস্য, ডা. রুনিয়া বেগম আলো, সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, নারী উদ্যোক্তা সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী আশিক মাহমুদ মাত্রা। অনুষ্ঠান শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা নারী নির্যাতন বিষয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর মাদারীপুরে জয়িতা পুরস্কার পেয়েছেন ৫ জন নারী। এরা হলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মহিষেরচরের মুসলিমা আক্তার, ছিলারচরের সফল জননী মিশু রহমান, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ১নং শকুনী এলাকার মাছরাঙ্গা টিভির সাংবাদিক আঞ্জুমান আরা কবির জুলিয়া, শিক্ষা ও চাকুরীতে সফল নবগ্রামের রেখা রানী বাড়ৈ ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নীনা রানী সরকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক