রামপালে স্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

রামপালে স্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার রামপালের ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।  ঘটনার পরপরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শিক্ষকরা।অসুস্থ শিক্ষার্থীরা হলো- নিপাহ (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ (১৪), তুলি (১২), শবনাম (১৪), সফিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, শিক্ষার্থীরা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে।রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, এটি গণ হিস্টিরিয়া। বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আমরা আক্রান্তদের চিকিৎসা করেছি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি