বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কিন উপ-সহকারী মন্ত্রী

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কিন উপ-সহকারী মন্ত্রী
নিউজ ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার জানিয়েছেন বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার দেশ সহযোগিতা দেবে। একইসঙ্গে সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।রোববার (৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রসচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকের পর মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএইড সিভিল সমাজের সঙ্গে কাজ করে চলেছে।মার্কিন উপ-সহকারী মন্ত্রী বলেন, সমুদ্র খাতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমরা একযোগে কাজ করতে চাই।আফরিন আক্তার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।উল্লেখ্য, শনিবার (৫ নভেম্বর) রাতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া