হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলিতে কমেছে পেঁয়াজের দাম
দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবার কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে পেঁয়াজের দাম কেজি প্রতি আট থেকে ১০ টাকা কমেছে।আমদানি বেশি হওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।  গত সপ্তাহে যে পেঁয়াজের কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকায়, সোমবার (২৯ মার্চ) খুচরা বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ থেকে ২২ টাকায়। দাম কম হওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  কথা হয় পেঁয়াজ কিনতে আসা মেহের আলীর সঙ্গে। তিনি জানান, গত সপ্তাহের চেয়ে সোমবার হিলির বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম। সেই জন্য পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম। যদি পেঁয়াজের বাজার এমন থাকে, তাহলে সাধারণ জনগণের অনেকটাই সুবিধা হবে।  হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজের পাশাপাশি বাজারে দেশি পেঁয়াজ রয়েছে পর্যাপ্ত। তবে দেশি পেঁয়াজের কেজি ৩০ টাকা হওয়ায় ভারতীয় পেঁয়াজ বেশি নিচ্ছেন ক্রেতারা। আগের তুলনায় একটু বেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। রমজানকে সামনে রেখে ক্রেতারা বেশি বেশি পেঁয়াজ কিনছেন।  হিলি কাস্টমস তথ্য মতে, চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩৯ ট্রাকে এক হাজার ২৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল