অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক : বাংলাদেশে অপরাধ করে যারা বিদেশে পালিয়ে আছে, দেশের বিরুদ্ধে তাদের অপপ্রচারের বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ধানমন্ত্রী বলেন, আজকে আপনারা দেখেছেন সারা পৃথিবীজুড়ে কিছু লোক আছে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপকর্ম করে যাচ্ছে। এরা কারা? যারা এই দেশে বিভিন্ন অপরাধ করে দেশ থেকে ভেগেছে, যুদ্ধাপরাধী যাদের বিচার আমরা করেছি তাদেরই ছেলে-পেলে, ১৫ আগস্টের খুনি যাদের আমরা বিচার করেছি তাদেরই আপনজন আর কিছু অপরাধী, যারা এখান থেকে অপরাধ করে পালিয়ে যান। তারা নানা ধরনের অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে করে বেড়াচ্ছে। কাজেই এই বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। যেন মানুষ বিভ্রান্ত না হয়।সরকারপ্রধান বলেন, আমরা এতটুকু বলি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লাভ নেই। কেউ শ্রীলঙ্কা বানাচ্ছে বাংলাদেশকে। আমরা আপনাদের একটা কথা জানাতে চাই, যেহেতু আপনারা নেতাকর্মী আপনাদের অনেক জায়গায় কথা শুনতে হয়, জবাবও দিতে হয়। একটা কথা মনে রাখবেন বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।বঙ্গবন্ধুকন্যা বলেন, বাঙালিকে তিনি (বঙ্গবন্ধু) গভীরভাবে ভালোবেসেছেন। তাকে যখন বিশ্ব নেতারা সতর্ক করেছেন, মিসেস (ইন্দিরা) গান্ধী নিজে বলেছিলেন যে, কিছু একটা ঘটছে. আপনি সতর্ক হোন। তার জবাব দিয়েছিলেন— নাহ, এরা তো আমার সন্তানের মতো। আমাকে কে মারবে? কোনো বাঙালি তাকে মারতে পারে, এটা তিনি কোনদিন বিশ্বাসই করেননি। আর বিশ্বাসঘাতক যারা, আজকে যখন তাদের দল হয়ে গেছে, তাদের লোক হয়েছে, তারা বড় বড় কথা বলে।মানুষের কষ্ট লাঘবে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মানুষের যেন কষ্ট না হয়, সেটাই আমাদের চেষ্টা। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য করে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমি কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া