বিচারপতি গোলাম রাব্বানী গুরুতর অসুস্থ

বিচারপতি গোলাম রাব্বানী গুরুতর অসুস্থ
নিউজ ডেস্ক :  দেশের প্রবীণ আইনজীবী সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ। ৮৫ বছর বয়সী সাবেক এ বিচারপতি রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।রোববার (১২ জুন) গোলাম রাব্বানীর বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসান তার বাবার সুস্থতা চেয়ে আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত।১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান।  গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা