নির্দেশনা বাস্তবায়নের আগেই ধসে পড়লো স্কুলের ছাদ

নির্দেশনা বাস্তবায়নের আগেই ধসে পড়লো স্কুলের ছাদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নিম্নমানের কাজের অভিযোগ উঠার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে ভাঙার নির্দেশনা বাস্তবায়নের আগেই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে একটি স্কুলের নবনির্মিত ভবনের চিলেকোঠার ছাদ ধসে পড়েছে।  শনিবার (১১ সেপ্টেম্বর) নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ছাদের সম্পূর্ণ অংশটি ভেঙে যায়।জানা গেছে, নাসিরনগর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৯-২০ অর্থবছরে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। একতলা থেকে তিনতলা করতে স্কুলটি নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। জমির-জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজটি করছে। গত দুই সপ্তাহ আগে স্কুল ভবনের ছাদের ঢালাই দেওয়া হয়। ঢালাইটি নিম্নমানের হওয়ায় প্রকৌশল অফিস থেকে গত ২৪ আগস্ট ছাদটি ভেঙে ফেলার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়। এরপর ছাদটি কিছুটা হেলে পড়লে বাঁশ দিয়ে আটকানো হয়। শুক্রবার রাতে ছাদের একটি অংশ ধসে পড়ে। পরে শনিবার সকাল থেকে দিনব্যাপী তড়িঘড়ি করে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাদটি ভাঙার কাজ শুরু করে। পাশাপাশি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, কাউকে না জানিয়ে ঠিকাদার ভবনের ছাদ ঢালাই শুরু করেন। ঠিকাদার কাজের শুরু থেকেই কাজ নিয়ে টালবাহানা করে আসছিল। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও ঠিকাদার তা দেননি।  ঠিকাদার ইঞ্জিনিয়ার মো. নিক্সন অফিসের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়টি স্বীকার করে বলেন, ইঞ্জিনিয়ার অফিস থেকে ছাদটি ভেঙে নতুনভাবে করার জন্য একটি চিঠি দেয়া হয়েছিল।বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা প্রকৌশলী মো. ইসহাক মিয়া জানান, আমাদের না জানিয়ে ঠিকাদার ছাদের ঢালাই করেন। পরে উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে ছাদ ভেঙে নতুনভাবে করার নির্দেশ প্রদান করে চিঠি দিয়েছেন।উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ কার হলে তিনি জানান, আমি নতুন এসেছি। ছাদ ধসের বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ছাদটি ভেঙে নতুনভাবে করতে ঠিকাদারকে বলেছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা