ইজিয়াম শহর দখলের দাবি রাশিয়ার 

ইজিয়াম শহর দখলের দাবি রাশিয়ার 
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) এ কথা জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নোভোস্তি। তবে এই দাবি অস্বীকার করে ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা লিদমিলা দোলহোনভস্কা সিএনএনকে বলেন, ইজিয়ামের এখনো যুদ্ধ চলছে।  খারকিভ এবং পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্কে প্রবেশের প্রধান দ্বার এই ইজিয়াম শহর। গত সপ্তাহে এই শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন সেনাদের ব্যাপক যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইজিয়ামের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।  এ ঘটনায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। ভবনগুলোতে বোমাবর্ষণ করা হয়েছে। অনেক মরদেহ সড়কে পড়ে রয়েছে।  প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এক মাস ধরে চলা এই যুদ্ধে বহু হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কোটি মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া