পুতিন কোনো দিনই ইউক্রেনে জয় পাবেন না: বাইডেন 

পুতিন কোনো দিনই ইউক্রেনে জয় পাবেন না: বাইডেন 
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুদ্ধরাষ্ট্র। বুধবার (৯ মার্চ) এ তথ্য জানায় হোয়াইট হাউস।

বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পুতিনের উদ্দেশে বলেছেন, ‘পুতিন কোনো একটি শহর দখল করতেই পারেন। কিন্তু গোটা ইউক্রেনে কোনো দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা তারা ভাবতেও পারছেন না’। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ লাখ বাসিন্দা ইউক্রেন ছাড়ছেন কিংবা ছাড়ার আশায় সীমান্তে অপেক্ষায় রয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম