পুতিন কোনো দিনই ইউক্রেনে জয় পাবেন না: বাইডেন 

পুতিন কোনো দিনই ইউক্রেনে জয় পাবেন না: বাইডেন 
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির ওপর  আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুদ্ধরাষ্ট্র। বুধবার (৯ মার্চ) এ তথ্য জানায় হোয়াইট হাউস।ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কোনো দিনই জয় পাবেন না।  ইউক্রেনে অভিযান ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। কিন্তু এতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্সসহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।  এবার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নতুন সংযোজন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিতই ছিল। বুধবার তার আনুষ্ঠানিক ঘোষণা হলো মাত্র।বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পুতিনের উদ্দেশে বলেছেন, ‘পুতিন কোনো একটি শহর দখল করতেই পারেন। কিন্তু গোটা ইউক্রেনে কোনো দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা তারা ভাবতেও পারছেন না’।প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ লাখ বাসিন্দা ইউক্রেন ছাড়ছেন কিংবা ছাড়ার আশায় সীমান্তে অপেক্ষায় রয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ।  সূত্র: আনন্দবাজার

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত