বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পুতিনের উদ্দেশে বলেছেন, ‘পুতিন কোনো একটি শহর দখল করতেই পারেন। কিন্তু গোটা ইউক্রেনে কোনো দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা তারা ভাবতেও পারছেন না’। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ লাখ বাসিন্দা ইউক্রেন ছাড়ছেন কিংবা ছাড়ার আশায় সীমান্তে অপেক্ষায় রয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ।