ট্যাংকারের ধাক্কায় স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

ট্যাংকারের ধাক্কায় স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামহরিতালুক গ্রামের জাহের সুমনের স্ত্রী।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সুমন ও তার স্ত্রী ফাতেমা সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ চৌরাস্তার কালাপোল এলাকায় এলে সোনাইমুড়ীগামী একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা ফাতেমা রাস্তায় পড়ে গেলে ট্যাংকারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক