করোনায় জীবন গেল আরও এক পুলিশ সদস্যের

করোনায় জীবন গেল আরও এক পুলিশ সদস্যের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) মারা গেছেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

সোমবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন মো. দলিল উদ্দিন বিশ্বাস। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সবশেষ দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মো. দলিল উদ্দিনের বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. দলিল উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত করোনায় পুলিশের ৬৬ সদস্য মারা গেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক