মোদির ৪ ঘণ্টার অনুষ্ঠানে খরচ ২৩ কোটি!

মোদির ৪ ঘণ্টার অনুষ্ঠানে খরচ ২৩ কোটি!
নিউজ ডেস্ক   : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যাচ্ছেন মধ্যপ্রদেশে। জনজাতিদের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ১৫ নভেম্বর ভোপালে ৪ ঘণ্টা থাকবেন তিনি।এই স্বল্প সময়ের উপস্থিতিতে তাকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন করেছে মধ্যপ্রদেশ সরকার।  এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ৪ ঘণ্টার জন্য ২৩ কোটি রুপিরও বেশি অর্থ খরচ করতে যাচ্ছে চৌহান সরকার। সেখানে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  ১৫ নভেম্বর ‘জনজাতীয় গৌরব দিবস’। এ উপলক্ষে জাতীয় জনযোদ্ধাদের সম্মানে ভোপালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ৪ ঘণ্টার সফরে ১ ঘণ্টা ১৫ মিনিট মঞ্চে কাটাবেন মোদি। জাম্বরী ময়দান মঞ্চের বিশেষ এই আয়োজনে রাজ্য সরকারের খরচ ২৩ কোটি রুপি।  ওই অনুষ্ঠানে ভারত থেকে উপস্থিত থাকবেন ২ লাখেরও বেশি উপজাতি সম্প্রদায়ের মানুষ। তাদের বসার জন্যও তৈরি হচ্ছে বড় বড় মণ্ডপ। এই বিপুল রাজকীয় আয়োজনের জন্য এক সপ্তাহ ধরে কাজ করছেন ৩০০ কর্মী।  মোদির জন্য তৈরি বিশেষ মঞ্চ ছাড়াও মণ্ডপ, তাঁবু, অনুষ্ঠানের সাজসজ্জা ও প্রচারের খরচ পড়বে প্রায় ৯ কোটি রুপি। আর রাজ্যের ৫২টি জেলা থেকে ওই ভেন্যুতে লোকজনকে আনতেই খরচ হবে ১২ কোটি রুপি বেশি। তাদের আসা-যাওয়া, খাবার এবং থাকার খরচও দিচ্ছে মধ্যপ্রদেশ সরকার। এর সঙ্গে আরও একাধিক খরচ যুক্ত হবে।উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভায় তপশিলী জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত ৪৭টি আসনের মধ্যে ২০০৮ সালে ২৯টি আসনে জিতেছিল বিজেপি। ২০১৩ সালে এই রাজ্যে বিজেপির সংরক্ষিত আসন বেড়ে হয় ৩১টি। সেখানে ২০১৮ সালে বিজেপি পায় মোট ১৬টি আসন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া