পরিবারের ৪ জনের আত্মহত্যা, ক্ষুধায় ৯ মাসের শিশুর মৃত্যু

পরিবারের ৪ জনের আত্মহত্যা, ক্ষুধায় ৯ মাসের শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে একই পরিবারের চার সদস্য অত্মহত্যা করেছেন এবং নয় মাস বয়সী এক শিশু না খেতে পেয়ে মারা গেছে। মরদেহগুলোর সঙ্গে থাকা দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।এ খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা ওই বাড়ির ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছি। সেখানে থেকে একটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই পরিবারের সব সদস্যের একসঙ্গে মারা যাওয়ার আসল কারণ এখনও জানা যায়নি।পাঁচদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে যান ওই পরিবারের প্রধান এইচ শঙ্কর। কারণ তার এক মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলেন। তিনি বাবার বাড়িতেই থাকবেন বলে জানান। এ নিয়েই মেয়ের সঙ্গে শঙ্করের তর্ক-বিতর্ক হয়। পরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। তাই পুলিশ ধারণা করছে, অভিমান করেই পরিবারের সবাই একসঙ্গে আত্মহত্যা করেছেন।এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা বের করতে তদন্ত চালিয়ে যাবে ব্যাঙ্গালুরুর পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া