মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।  শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান আহমেদ (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৬০), নেত্রকোনার কলমাকান্দার রামিন (২৫), মদনের আলতাবুর (৭০) ও জামালপুরের খোরশেদ আলম (৮০)। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন, নেত্রকোনার দুইজন এবং জামালপুরের একজন রয়েছেন।ডা. মহিউদ্দিন খান মুন জানান, নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন এবং আইসিইউতে পাঁচজন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নয়জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম  জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার কমে হয়েছে শতকরা ৬.৯৪। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া