সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা

সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা
আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এক বছরের মেয়াদের পর তিনি নতুন প্রধানমন্ত্রীর জন্য জায়গা ছেড়ে দেবেন।গত সেপ্টেম্বরে অসুস্থতার কারণে পদত্যাগ করেন শিনজো আবে। এরপর সুগা দায়িত্ব গ্রহণ করেন।  সরে দাঁড়ানোর জন্য ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনেও তিনি অংশ নেবেন না। তার দল নতুন নেতা বেছে নেবে, যিনি প্রধানমন্ত্রী হবেন।সুগা সাংবাদিকদের বলেন, আমি করোনা ভাইরাস মহামারির দিকে মনোনিবেশ করতে চাই, তাই আমি এলডিপি নির্বাহী সভায় বলেছিলাম, আমি দলীয় নেতৃত্বের দৌড়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।ক্ষমতাসীন এলডিপি কর্মকর্তারা বলেছেন, ২৯ সেপ্টেম্বর দলের নির্বাচনে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত সুগা পদে থাকবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি