সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী
 বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিদেশি লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, আজকে স্বপ্নের মেট্রোরেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে। কর্ণফুলীতে টানেল হচ্ছে। এগুলো তারা সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখন বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। একাত্তরে পরাজয় আর পঁচাত্তরের পরাজয়ে তারা প্রতিশোধ নিতে চায়। সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা হয়েছে। অর্থ বিনিয়োগ করা হচ্ছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে।সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লাশ নিয়ে বিতর্ক করতে চাই না। কিন্তু এটাই সত্য পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক প্লেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর ইসলামাবাদে জানাজায় এরচেয়েও বেশি লোক হয়েছে, যত লোক জিয়ার জানাজায় হয়েছে। কিন্তু ওই কফিনেও জিয়াউল হক নেই, এ কফিনেও জিয়াউর রহমান নেই। এটাই হলো সত্য। সত্যকে লুকোতে চাইছেন, কিন্তু সত্য থেকে পালিয়ে যেতে পারবেন না, সত্য বেরিয়ে আসবে।  তিনি বলেন, বিএনপি এখন নতুন বিতর্ক শুরু করেছে। তারা বলছেন হাজার হাজার লোক জিয়ার জানাজা অংশ নিয়েছেন। হাজার হাজার লোক জানাজা পড়া আর কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা এটা কি এক কথা! মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে এসেছে, সে কফিনে যে প্রেসিডেন্টের লাশ নেই এটা তো আর মানুষ জানে না।অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু