প্রধানমন্ত্রীকে কেরানীগঞ্জবাসীর অভিনন্দন

প্রধানমন্ত্রীকে কেরানীগঞ্জবাসীর অভিনন্দন

সমাচার রিপোট : গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের ৫টি রাস্তা পাস হয়। এতে কেরানীগঞ্জ বাসী অভিভূত হয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
একই সাথে কেরানীগঞ্জবাসী স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। রাস্তা ৫টি হলো: জিনজিরা-কোন্ডা ভায়া মিরেরবাগ বাজার, বেয়ারা বাজার রাস্তা (ইকুরিয়া রাস্তা), ঢাকা-মাওয়া রাস্তা, তেঘরিয়া সাপের বাজার রাস্তা, ভায়া মোল্লার হাট (বেতকা রাস্তা), রুহিতপুর জিসি-বালুরট্রাক রাস্তা (ধর্মসুর সোনাকান্দা রাস্তা), গৈস্তা-শুভাঢ্যা পুরাতন রাস্তা এবং, ঢাকা-মাওয়া-খেজুরবাগ রাস্তা (খেজুরবাগ রাস্তা)।
স্থানীয় সরকার বিভাগের কোন উপজেলা কেন্দ্রিক এত বড় প্রকল্প সম্ভবত এটিই প্রথম। এই প্রকল্পের মাধ্যমে বদলে যাবে কেরানীগঞ্জের সার্বিকন চিত্র। কেরানীগঞ্জই হবে সমন্বিত উন্নয়নের রোল মডেল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মা দিবসের ইতিহাস

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সোমবার