বরিশালে ১৫১ কেন্দ্রে দেওয়া হবে করোনার টিকা

বরিশালে ১৫১ কেন্দ্রে দেওয়া হবে করোনার টিকা
বরিশাল প্রতিনিধি : আগামী শনিবার (৭ আগস্ট) বরিশালে ১৫১টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।  এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৬৪টি কেন্দ্রে ও জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া হবে প্রথম ডোজ টিকা।শুক্রবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ ২৫০ সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।এদিকে জেলার সিভিল ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সব উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে। প্রতিটি বুথে দু’জন করে টিকা দেওয়া কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ব্যতীত জেলায় আাগামী শনিবার ৫২ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার কথা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডিসি, এসপির কঠোর হুঁশিয়ারী প্রয়োজনে বদলী হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ 

মে দিবসের ইতিহাস