ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার লেনদেন শুরু হয়েছে। রোববার (১৮ জুলাই) লেনদেন নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা বেশি বা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ৯ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে যান্ত্রিক ত্রুটি কারণে ১ ঘণ্টা ২১ মিনিট লেনদেন বন্ধ ছিল।শফিকুর রহমান বলেন, লেনদেন বন্ধের সময় লাঘবের জন্য আজকের লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। পোস্টক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত করা হয়েছে।