ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার লেনদেন শুরু হয়েছে। রোববার (১৮ জুলাই) লেনদেন নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা বেশি বা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ৯ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে যান্ত্রিক ত্রুটি কারণে ১ ঘণ্টা ২১ মিনিট লেনদেন বন্ধ ছিল।শফিকুর রহমান বলেন, লেনদেন বন্ধের সময় লাঘবের জন্য আজকের লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। পোস্টক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।