মৃত্যু হয়েছে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির

মৃত্যু হয়েছে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির

ঢাকাপিলখানার বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আবুল কাশেম (৭২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ১৫২২/এ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল আহমেদ জানান, আবুল কাশেমের বাড়ি জামালপুর মাদারগঞ্জের উত্তর গাবেরগ্রামে। তার বাবার নাম কুব্বাত আলি খান। বিডিআরের নায়েব সুবেদার আবুল কাশেম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা চিকিৎসের নির্দেশে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট