অবিরাম বর্ষণে তলিয়ে যাচ্ছে ধান ক্ষেত

অবিরাম বর্ষণে তলিয়ে যাচ্ছে ধান ক্ষেত

বগুড়ার সোনাতলায় অবিরাম বর্ষণে নিচু জমির বর্ষালী পাকা ধান বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে উপজেলার কৃষক দ্বিগুণ মজুরি দিয়ে শ্রমিক সংগ্রহ করে মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

মঙ্গলবার উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর, হুয়াকুয়া, আচারেরপাড়া, পদ্মপাড়া, মিলনেরপাড়া, আমতলী, রাধাকান্তপুর, নিশ্চিন্তপুর, জোড়গাছার হলিদাবগা, পাড় বগা, নওদাবগা, গোসাইবাড়ী, নয়াপাড়া, চরপাড়া, সোনাকানিয়া, দিঘলকান্দি, নিমেরপাড়া, ভেলুরপাড়া, লোহাগাড়, সদর ইউনিয়নের রানীরপাড়া, চর মধুপুর, রংরারপাড়া, নামাজখালী, মধুপুর ইউনিয়নের হাঁসরাজ, সাতবেকী, মোনারপটল এছাড়াও তেকানীচুকাইনগর ইউনিয়নের খাবুলিয়া, সরলিয়া, মহব্বতের পাড়া, ভিকনেরপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় নিচু জমির পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে উপজেলার ২৩৫ হেক্টর আমন ধান ও নিচু এলাকার বর্ষালী ধান পানিতে তলিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, চলতি বছর বগুড়ার সোনাতলায় কৃষক রেকর্ড পরিমাণ জমিতে আমন ধান রোপন করেছে। এদিকে অসময়ের বন্যায় নদীর তলদেশ (চরাঞ্চলের) রোপণকৃত বর্ষালী ধান তলিয়ে গেছে।

এ ব্যাপারে খাটিয়ামারী এলাকার শামছুল হক জানান, এবার তিনি সাড়ে ৫ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। যা গত কয়েদিনের অবিরাম বর্ষণে তলিয়ে গেছে।

চরসরলিয়া এলাকার সাইদুর রহমান বলেন, অসময়ের বৃষ্টিতে তার রোপণকৃত সাড়ে ৭ বিঘা জমির ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম