সড়কে গণপরিবহন, নেই স্বাস্থ্যবিধি 

সড়কে গণপরিবহন, নেই স্বাস্থ্যবিধি 
চট্টগ্রাম প্রতিনিধি : লকডাউনের ১৭ দিন পর চট্টগ্রামে সড়কে নেমেছে গণপরিবহন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও বেশিরভাগ গণপরিবহনে তা মানা হচ্ছে না।  বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখা মেলে এমন চিত্র।  একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী কামাল উদ্দিন বলেন, গণপরিবহন চালু থাকলে আমাদের জন্য ভালো। কিন্তু গাড়িতে কোনো সামাজিক দূরত্ব নেই। যে যেভাবে পারছে বসে পড়ছে। চালক-হেলপারও এ বিষয়ে উদাসিন।পোশাক কারখানার শ্রমিক আঁখি আখতার বলেন, লকডাউনের দিনগুলোতে কষ্ট করে যেতে হয়েছে কর্মস্থলে। সাধারণ মানুষের জন্য গণপরিবহন খুবই জরুরি। এটি বন্ধ থাকলে গন্তব্যে যেতে পোহাতে হয় দুর্ভোগ।  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ  বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছে। আয় না থাকলে আমাদের পরিবার চালাতে হিমশিম খেতে হয়। সীমিত পরিসরে হলেও গণপরিবহন চালু রাখার দাবি জানাচ্ছি। প্রয়োজনে দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করতে চাই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম