অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ

অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ
নিজস্ব প্রতিবেদক : বিধি-নিষেধ শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল করবে।মঙ্গলবার (১৩ জুলাই) সংস্থার পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনা করা যাবে।আরও বলা হয়, ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সবধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা