আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১ লাখ ২০ হাজার ৫২৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত ৯ দিন ধরে ২ লাখের নিচে রয়েছে শনাক্তের সংখ্যা।এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৮০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন।শনিবার (৫ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ আকার করোনা ছড়িয়ে পড়া ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে আগামী ১৪ জনু সকাল ৬ টা পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। তবে দেশটিতে করোনা মৃত্যু ও শনাক্ত কমায় ২৭ জেলায় ‘লকডাউন’ সহজ করা হয়েছে।এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনে। এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়।