মে দিবস উপলক্ষে অসহায় শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী দিলো মুগদা থানা বিএইচআরসি

মে দিবস উপলক্ষে অসহায় শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী দিলো মুগদা থানা বিএইচআরসি

মো : র‍াকিব হাসান : প্রতি বছরের ন্যায় এবারো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল ৩০ এপ্রিল অসহায় শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলবাংলাদেশ মানবাধিকার কমিশন (মুগদা থানা)। মূলত করোনা মহামারিতে যেসকল শ্রমজীবীরা এখন বেকার অথবা কষ্টে জীবন যাপন করছে তাদের জন্যে এই আয়োজন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্স নাসির(সভাপতি, মুগদা থানা বিএইচআরসি)। প্রধান অতিথি ছিলেন গোলাম কিবরিয়া খান রাজা (প্রধান পৃষ্ঠপোষক, মুগদা থানা বিএইচআরসি)।অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন মোঃ মাহাবুব আলম রিজন (সাধারণ সম্পাদক) ও  মোঃ আকরাম মজুমদার জুয়েল (নির্বাহী সভাপতি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন (সিনিয়র সহ সভাপতি), মোঃ হাফিজুর রহমান (সিনিয়র সহ সভাপতি), নিত্যনন্দন মন্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক), আরফান সরকার (দপ্তর সম্পাদক)।অনুষ্ঠানের সভাপতি প্রিন্স নাসির বলেন, “শুধু শ্রমিক দিবস নয়, মুগদা থানা মানবাধিকার কমিশন সব সময় অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়াতে অংগীকারবদ্ধ। আগামী দিন গুলোতেও আমরা যথাসাধ্য মানুষের কল্যাণে কাজ করে যাবো”। প্রধান পৃষ্ঠপোষক গোলাম কিবরিয়া খান রাজা বলেন “আমরা সকলেই যে যার জায়গা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে একটি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করতে পারি।” সবশেষে মহান আল্লাহ্ র নিকট করোনা মুক্ত একটি সুন্দর পৃথিবীর জন্য দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষোনা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণার পাঠক ছিলেন জিয়া: কাদের

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা