অক্সিজেন উৎপাদনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ড. মোমেন

অক্সিজেন উৎপাদনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ড. মোমেন
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অক্সিজেন উৎপাদনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বৃহস্পতিবার (৬ মে) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। বুধবার (৫ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। আমরা সেটা আনার জন্য চেষ্টা করছি। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন ও অক্সিজেন সহায়তা পাবো। তবে এ অতিরিক্ত ডোজ ভারত ও ব্রাজিল নেওয়ারও চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয়রা আছেন, তারা চেষ্টা করছে। আমাদের প্রবাসী, যারা আমেরিকায় আছেন, তারা যদি চেষ্টা করেন, তাহলে আমরাও পাবো।তিনি বলেন, ইউরোপের অনেক দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করছে না। ইউরোপের ৭টি দেশে এ টিকা রয়েছে। আমরা এসব দেশ থেকেও আনার চেষ্টা করছি।এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, চীনা টিকা আগামী ১২ মে মধ্যে আসবে বলে আমরা আশা করছি। উপহারের ৫ লাখ টিকা আগে আসবে। তবে কবে কখন, কীভাবে আসবে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার জন্য ১০ হাজার কোটির তহবিল গঠন করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, পাবলিক গুড হওয়া উচিৎ।ড. মোমেন বলেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে চেষ্টা করছি। তবে উৎপাদনে সময় লাগবে।পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতকে আমরা বলেছি, আমাদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য ৩০ লাখ টিকা আগে লাগবে। সেটা তারা আগে দিক। তবে এখনও তাদের কাছ থেকে এ বিষয়ে বার্তা পাইনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু