খাঁ খাঁ করছে মতিঝিলের অফিসপাড়া

খাঁ খাঁ করছে মতিঝিলের অফিসপাড়া
ঢাকা: বছর ঘুরে সেই একই দৃশ্য; সদা কর্মচঞ্চল মতিঝিল এখন নিস্তরঙ্গ। তপ্ত রোদে খাঁ খাঁ করছে দেশের অর্থনীতির কেন্দ্রস্থল।শনিবার (১৭ এপ্রিল) সরেজমিনে মতিঝিল ঘুরে এমন চিত্র দেখা যায়।প্রায় ঘণ্টাব্যাপী মতিঝিল শাপলা চত্বর এলাকায় অবস্থান করে দেখা যায়, কোনো গণপরিবহন নেই, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও খুব অল্প। পিচঢালা পথে চলছে গুটিকয়েক রিকশা। দোকানপাট সবই বন্ধ। কিছু খাবারের দোকান থেকে শুধু পার্সেল সরবরাহ হচ্ছে। মতিঝিলের বিভিন্ন মোড়ে রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রী খুব একটা নেই বলে জানান রিকশাচালক শামীম মিয়া। তিনি বলেন, মেইন রোডে এখন গাড়ি চলে না। তাই সবাই রিকশায় চলাচল করছে। পুরো মতিঝিল এলাকায় কেবল বিমান অফিসের সামনে ভিড় রয়েছে। সেখানে বিভিন্ন দেশের টিকিটের জন্য অপেক্ষারত রয়েছেন হাজারো মানুষ। মতিঝিল এলাকার ভ্রাম্যমাণ চায়ের দোকানদার ইসলাম মিয়া বলেন, গত বছরের লকডাউনের সময়ের মতো এবারও মতিঝিল একদম ফাঁকা। মতিঝিল ফাঁকা মানে আমাদেরও পকেট ফাঁকা। অনেক কষ্টে দিন পার করছি। একই কথা বললেন একটি বিরিয়ানি দোকানের কর্মচারী ইশরাক। তিনি বলেন, আমরা পার্সেলের জন্য দোকান খুলে রেখেছি। কিন্তু কাস্টমার নাই। লোকসানে কাটছে দিন। অফিসপাড়ায় জনসমাগম না থাকলেও সড়কে যানবাহন চলাচল ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে তৎপর রয়েছে পুলিশ। সড়কে চলাচলকারীরা মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ সদস্যরা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া