আদালত কিভাবে চলবে সিদ্ধান্ত রোববার

আদালত কিভাবে চলবে সিদ্ধান্ত রোববার
ঢাকা: ‘করোনা ভাইরাস সংক্রমণরোধে চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মধ্যে আদালত কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত রোববার (৪ এপ্রিল) আসবে’।রোববার আপিল বিভাগে আইনজীবীদের উদ্দেশ্যে এমন কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।প্রধান বিচারপতি বলেন, ‘আদালত কিভাবে পরিচালনা করা হবে আজকে (রোববার) আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবো’।তবে, ঢাকা জজ কোর্টের পরিস্থিতি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘ঢাকা কোর্টে হাজার হাজার লোক আসে। আমি এগুলোর সব ভিডিও করে এনেছি। সুতরাং আমরা এখন কি করবো তা আগে ডিসাইড করবো’।  প্রধান বিচারপতি বলেন, ‘সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না। ইন্ডিয়াতেও বন্ধ রাখা হয়নি। এই পরিস্থিতিতে আদালতে আসতে দিলে হাজার হাজার লোকও আসবে’।  গত বছরের ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছিলো। জন প্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছুটি কয়েক দফা বাড়ানো হয়। পরবর্তীতে ছুটির মধ্যে ভার্চ্যুয়াল কোর্ট শুরু হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু