ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতে আন্তর্জাতিক সেনা অনুশীলনের আয়োজন করা হবে। সে দেশে ‘শান্তির অগ্রসেনা-২০২১’ নামে এই সেনা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।শান্তির অগ্রসেনা অনুশীলনে ভারতীয় সেনারা অংশ নিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা, জওয়ানসহ ডোগরা রেজিমেন্টের ৩০ জন সেনা বিশেষ এই অনুশীলনে যোগ দেবেন। ভারত ছাড়াও ভুটান, শ্রীলংকা এবং বাংলাদেশের সেনাবাহিনীও এই অনুশীলনে থাকবে।এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, তুরস্ক, সৌদি আরব, কুয়েত ও সিঙ্গাপুর থেকেও সেনাবাহিনীর পর্যবেক্ষকরা আসবেন। আগামী ৪ থেকে ১২ এপ্রিল এই অনুশীলন অনুষ্ঠিত হবে।