ঢাকা: বাংলাদেশের করোনা প্রতিরোধ যুদ্ধে ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৃহস্পতিবার (২৫ মার্চ) দিল্লির প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানায়।নরেন্দ্র মোদী জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে আমার এই প্রথম বিদেশ সফরে আমি খুশি। আমাদের দুই বন্ধুপ্রতীম দেশ একই সংস্কৃতি, ভাষা ও জনগণের বন্ধনে আবদ্ধ।‘ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবো। সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবো।গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবো। সেখানে মতুয়া সমপ্রদায়ের মন্দির পরিদর্শনকালে মতুয়াদের সঙ্গে আলাপ করবো। ’ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত শতকে অন্যতম একজন মহান নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শুধু উন্নয়নের প্রশংসার জন্যই আমার এই সফর নয়, এই অগ্রগতিতে ভারতের দৃঢ় সমর্থনের কথাও বলতে চাই। একই সঙ্গে করোনা প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত, এ বিষয়েও আমি আলোচনা করবো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।