মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন ৫ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান

মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন ৫ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান
  নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ঢাকায় আসছেন।বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় আসছেন ৫ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তারা হলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে না পারলেও চীনের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বক্তব্য পাঠাবেন।ড. মোমেন জানান, চীনা প্রেসিডেন্টের বার্তা নিয়ে দেশটির একজন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি