ক্রসফায়ারে হত্যা, প্রদীপের বিরুদ্ধে আরও এক মামলা

ক্রসফায়ারে হত্যা, প্রদীপের বিরুদ্ধে আরও এক মামলা

কক্সবাজার: ৫০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় দুই ভাই ও এক ভাগিনাকে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগে টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে টেকনাফের রঙ্গীখালী গাজীপাড়ার সুলতানা রাজিয়া মুন্নি নামে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাশেম আলী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে দিনগত রাত ২টার দিকে রঙ্গীখালী গাজীপাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসন প্রকাশ আবদুল মোনাফকে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ধরে নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ ঘুষ দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেদিন ভোরে ধানক্ষেতে বন্দুকযুদ্ধের নামে একসঙ্গে তিনজনকেই হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাশেম আলী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা