নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অঞ্চলের ৬ লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর সই করেন। ‘রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএইচ) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম